কুষ্টিয়া দৌলতপুরের রিফাতপুর ইউনিয়নের ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অস্ত্রবিহীন গ্রামভিত্তিক ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা সৈয়দা সাহানা সুলতানা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আনসার ভিডিপি রিফাতপুর ইউনিয়নের দলনেতা মোঃ শিহাব উদ্দিন, দলনেত্রী দিপালী খাতুন। ১০ দিন ব্যাপী এ প্রশিক্ষণে ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলা প্রশিক্ষনার্থী অংশ নেয়।