সাম্য হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল

এফএনএস ( মো. রানা আহম্মেদ (অভি); ইবি, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৬:২৪ পিএম
সাম্য হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য-এর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ফের প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় - জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; একশন একশন, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; আমার ভাই কবরে, খুনি কেন বাইরে; বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবিব, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমরা সাম্য হত্যার ঘটনায় তদন্তে গাফিলতি দেখতে পাচ্ছি। বাংলাদেশে একটি পাকিস্তানি চক্রের জন্ম হয়েছে, আরেকটি গুজরাটি চক্রের জন্ম হয়েছে। ওই চক্র সাম্যের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি-তামাশা করছে। যারা বাংলাদেশকে ভালোবাসে না, আপন করে না তারাই এগুলো করাচ্ছে। সাম্য হত্যার বিচার চাওয়ায় আমাদের বোনদের তারা যৌনকর্মী বলে ঠাট্টা করেছে, কোনো সুস্থ লোক এভাবে কাউকে দোষারোপ করতে পারে না।”

তিনি আরো বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আনুন। নিরাপদ ক্যাম্পাস আমাদের উপহার দিন।”

আপনার জেলার সংবাদ পড়তে