নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভা

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৬:৫৩ পিএম
নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক সঞ্চয় বিশ্বাস এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি, নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস- মোল্যা হাবিবুর রহমান (হাবিব)। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র দশম শ্রেনীর ছাত্র ইয়াসিন আরাফাত, পবিত্র গিতাপাঠ করেন ৮শ্রেনীর ছাত্র  জনদিপ অধীকারি। সভায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য, মোস্তফা কামাল, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, বিশিষ্ট ব্যাবসয়ী মোঃ শাহিন রেজা, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমিতোষ বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক মোঃ তবিবর রহমান তবি, শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তাফিজুরা রহমান, অভিভাবক সদস্য, ডাঃ মোঃ আব্দুল জলিল, নওয়াপাড়া পৌর বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান, সহ সভাপতি জি এম বাচ্চু,২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, বিশিষ্ট সমাজ সেবক নৃর ইসলাম মাতব্বর প্রমুখ নেতৃবৃন্দ। মতবিনিময় সভার সভাপতি মোল্যা হাবিবুর রহমান (হাবিব) বলেন নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দেশের সন্মান বৃদ্ধির ইতিহাস রয়েছে। এ বিদ্যালয় ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে সমাজে বহু গুনি মানুষেরসৃষ্টি হয়েছে,তারা সমাজকে অলংকৃত করেছে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সুক্ষায় শিক্ষিত হয়ে সু-নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে সর্বোচ্চ সন্মান জনক জায়গায় নিয়ে যেতে সকলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে