গাংনীর ধলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাহেব আলী সেন্টু

এফএনএস (ফারুক আহমেদ, মেহেরপুর) : : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০২:১১ পিএম
গাংনীর ধলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাহেব আলী সেন্টু

মেহেরপুরের গাংনীর ধলা মাধ্যমিক বিদ্যালয় পরিচালণা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো: সাহেব আলী সেন্টু। যোগ্য প্রার্থী হওয়ায় গত ১২ মে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে বিদ্যালয় পরিদর্শক ড.কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে তাঁকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন।

ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন,শিক্ষক প্রতিনিধি মো: হুসাইন আলী,অভিভাবক প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়ত্বি পালন করবেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড.কামরুজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে মো: সাহেব আলী সেন্টুর মত তরুণ সমাজসেবক নির্বাচিত হওয়ায় অভিভাবক,শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ সহ এলাকাবাসি আনন্দিত।

ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মো: সাহেব আলী সেন্টু বলেন,ধলা মাধ্যমিক বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করছি সেই সাথে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে