নকলায় অবৈধ প্রসাধনী কারখানা সিলগালা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০২:২৯ পিএম
নকলায় অবৈধ প্রসাধনী কারখানা সিলগালা

শেরপুরের নকলা উপজেলায়  অবৈধভাবে নকল প্রসাধনী তৈরির অভিযোগ এবং বৈধ কাগজপত্র না থাকায় এক প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধসহ সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ মে) বিকেলে উপজেলার গড়েরগাঁও পিছলাকুড়িতে ‘পলিন কসমেটিকস অ্যান্ড হারবাল প্রোডাক্ট’ নামের এ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।

জানা গেছে, নকলা উপজেলায় আনোয়ার হোসেন পলিন নামে এক ব্যক্তির মালিকানায় ‘পলিন কসমেটিকস অ্যান্ড হারবাল প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্র্যান্ডের নকল ২৭টি প্রসাধনী তৈরি হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে  রোববার ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় নকলা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় প্রসাধনী তৈরির বৈধ অনুমোদন বা মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র না থাকা এবং নকল ব্র্যান্ডের প্রসাধনী উৎপাদন করায় ‘পলিন কসমেটিকস অ্যান্ড হারবাল প্রোডাক্ট’ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ও সিলগালা করে দেন উপজেলা প্রশাসন। পাশাপাশি বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার শেখ তাকী তাজওয়ার জানান, দীর্ঘদিন থেকে এখানে নকল প্রসাধনী তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে