বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মাদকাসক্ত ভাতিজা চাচাকে চাইনিজ কুঠার দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে গতকাল রবিবার রাতে।
মুর্মুষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারজন্য ভর্তি করে। তার অবস্থার অবননি হতয়তে বরিশালে পাঠানো হলে সেখান থেকে সোমবার ঢাকায় উন্নত চিকিৎসারজন্য পাঠানো হয়েছে বলে জানাগেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সালাম গোমস্তার(৫৫) কে তার ভাই শামীম গোমস্তার ছেলে রায়হান গোমস্তা(২২) চাইনিজ কুঠার দিয়ে পিছন থেকে ঘারেরউপরে কুপিয়ে গ্রুতর রক্তাত জখম করে রবিবার রাতে ৯টাদিকে। আহতকে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা অবনতি হওয়াতে ওই রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অরো গুরতন হতয়াতে সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করা হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, আহত সালাম গোমস্তার ছেলে শহীদুল গোমস্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামীকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।