সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০৪:৪৬ পিএম
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

সুনামগঞ্জের ভারতীয় সিমান্তে চোরাচালানী মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষিবাহীনি বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক মো: সামছু মিয়া (২৫) বাম হাতের কাঁধের উপর গুলিবিদ্ধ হয়ে আঘাতপ্রাপ্ত হয়। তিনি উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুছ সাত্তারের ছেলে।

বিজিবি জানায়, ১৮ মে দিবাগত রাত ৩টা ৪৫ মিনিট এ সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর চিনাকান্দি বিওপি এবং প্রতিপক্ষ ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফ এর রাজাপাড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২১০/১০-এস এর নিকট দিয়ে বাংলাদেশী নাগরিক মো: সামছু মিয়ার সাথে আরো ০৪ জন চোরাচালানী মালামাল আনার উদ্দেশ্যে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বর্তমানে ভারতে সীমান্তবর্তী এলাকায় কারফিউ জারি থাকায় বিএসএফ কর্তৃক বাধা প্রদান করলে চোরাকারবারীদের সাথে বিএসএফ এর দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্বের সৃ একপর্যায়ে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার লক্ষ্যে ফায়ার করে। এতে বাংলাদেশী নাগরিক মো: সামছু মিয়া (২৫) বাম হাতের কাঁধের উপর গুলিবিদ্ধ হয়ে আঘাতপ্রাপ্ত হয়।

পরবর্তীতে সকলে বাংলাদেশে পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে এবং আহত ব্যক্তি স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন শেষে উন্নত চিকিৎসার নিমিত্তে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করত: আশংকা মুক্ত হওয়ায় তাকে হাসপাতাল হতে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

বর্ণিত নাগরিকগণ চোরাচালানী মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ নাজমুস সাকিব বলেন, সামছুল মিয়ার কাঁধে গুলি রয়েছে। শরীরের অবস্থা ভাল আছে। আজ সকালে তাঁকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে তার স্বজনরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে