নাঙ্গলকোটে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০৫:৫১ পিএম
নাঙ্গলকোটে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

কুমিল্লার নাঙ্গলকোটে নারিকেল গাছের ডালপালা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল খোকন মিয়া (৫৫ ) নামের এক গাছির। খোকন মিয়া নাঙ্গলকোট পৌরসভার ৭ নং ওয়ার্ড মান্দ্রা গ্রামের মৃত আলী মিয়ার পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মিয়া দীর্ঘদিন থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে নারিকেল গাছের ডালপালা  পরিষ্কারের কাজ করে আসছেন। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে উপজেলার মৌকারা ইউনিয়নের তিলিপ গ্রামে তিলিপ মাদ্রাসার সাবেক দপ্তরী ফজলুল হকের বাড়িতে নারিকেল গাছের ডালপালা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে তার মৃত্যু হয়। খবর পেয়ে লাকসাম থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে তার লাশ নারিকেল গাছের উপর থেকে উদ্ধার করে। 

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে