জুলাই বিপ্লবের ঘটনা

কালিয়াকৈরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০৬:০৬ পিএম
কালিয়াকৈরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামী ইসমাইল হোসেন (৪০)কে সোমবার সকালে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বক্তারপুর এলাকার গাউছ মিয়ার পুত্র ইসমাইল হোসেন জুলাই বিপ্লবের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার জেলার সংবাদ পড়তে