সৈয়দপুরে ঝড়-বৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০৬:১৬ পিএম
সৈয়দপুরে ঝড়-বৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

নীলফামারীর সৈয়দপুরে ১৮ মে রাতে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ি ইউনিয়নসহ সৈয়দপুর পৌর এলাকায় কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর-বাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়েছে। বেশকিছু হাট-বাজারের দোকানের টিনের চাল বাতাসে উড়ে গেছে।

এতে উঠতি বোরো ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বোরো ধান ও ভুট্টা ক্ষেত মাটিতে নুইয়ে (নেতিয়ে) পড়েছে। এদিকে ভারী বৃষ্টিতে শহরের পাড়া-মহল্লার সড়কগুলোতে হাঁটুপানি জমেছে। অনেক এলাকার বোরো ক্ষেতে হাঁটুপানি জমেছে। ফলে জমিতে কাটা ধানের শতভাগ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রক্ষোত্তর এলাকার দুলু ও মশিয়ার জানান, প্রথমে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মুষলধারে বৃষ্টি নামে। এরপর উত্তর-পশ্চিম দিক থেকে প্রবলবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি নামে। তারা বলেন, ১০/১৫ দিনের মধ্যে বোরো ধান কাটা মাড়াই শুরু হওয়ার কথা। ঘরে তোলার আগেই ঝড় ও বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো। 

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ জানান, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ১৯ মে সকাল থেকে কাজ শুরু করেছেন।

 সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে জন-প্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে