রাজশাহীর চারঘাটে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে চারঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামী উপজেলার বাদুরিয়া গ্রামের মৃত মাইনুল হকের ছেলে টিপু সুলতান। জানা যায়, ২০১০ সালের একটি মাদক মামলায় তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। তারপর থেকেই দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন তিনি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ (ডিসেম্বর) গভীর রাতে চারঘাট মডেল থানা পুলিশের অভিযানে আটক হয় এই আসামী। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।