বেনাপোলে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় শিশু নিহত

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০৬:৫৫ পিএম
বেনাপোলে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় শিশু নিহত

বেনাপোলে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালীর কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আব্দুল্লাহ মণ্ডলের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওমর ফারুক দুপুরে নানা বাড়ি বেনাপোলের শিকড়ি থেকে বাইসাইকেল চালিয়ে তার নিজ বাড়ী কৃষ্ণপুর যাচ্ছিল। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ীর সামনে পৌছালে পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারী ট্রাক্টর বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ওমর ফারুক ছিটকে পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, নিহতের বাবা থানায় একটি লিখিত আবেদন দিয়েছেন তার ছেলের অসর্কতায় এই  দুর্ঘটনা ঘটেছে। এর জন্য ট্রাক্টর চালক দায়ি নয়। তবে, পুলিশ সড়ক দুর্ঘটনার বিষয়টি তদন— করছে।

আপনার জেলার সংবাদ পড়তে