শার্শায় তক্ষকসহ দুই পাচারকারী আটক

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৪:০১ পিএম
শার্শায় তক্ষকসহ দুই পাচারকারী আটক

যশোরের  শার্শায় একটি তক্ষকসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) ভোরে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। 

আটক দু-জন হলেন- মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে করিম হোসেন (৪৮) ও মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মামুনুর রশিদ (৪২)। 

পুলিশ জানায়, গোপন খবরে মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে বন্যপ্রাণী তক্ষক পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে করিমের বসত ঘর থেকে প­াস্টিকের বাস্কেটের ভিতরে রাখা একটি তক্ষক উদ্ধার করা হয়। এর আগেও করিমের বিরুদ্ধে শার্শা থানায় একই অপরাধের দায়ে আরও একটি মামলা রয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাচারকারী চক্রের ওই সদস্যরা তক্ষকের ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইনে মামলা হয়েছে। আটককৃতদের আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে