বর্ষা সামনে রেখে চাঁদপুরের নৌকা তৈরির ধুম

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৫:০০ পিএম
বর্ষা সামনে রেখে চাঁদপুরের নৌকা তৈরির ধুম

চাঁদপুর জেলাকে ঘিরে আছে মেঘনা ডাকাতিয়া ও ধনাগোদা এই তিন নদী। সদর, মতলব, হাজিগঞ্জ শাহরাস্তি ও কচুয়া উপজেলার খাল বিল জলাশয় বর্ষার পানিতে থাকে টুইটুম্বর।তখন গ্রামীণ জনপদের অনেক এলাকায় যাতায়াতের বাহন হয়ে দেখা দেয় নৌকা। তাই চাঁদপুরে  বর্ষা মৌসুম সামনে রেখে নৌকা তৈরির ধুম পড়েছে। বর্ষাকালের আগেই মেঘনা- ধনাগোদা ও ডাকাতিয়া পারের জনপদে নৌকা তৈরির কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন কাঠমিস্ত্রিরা। চলছে পুরোনো নৌকা মেরামতেরও কাজ।

চাঁদপুরের মতলব পৌরসভার ডাকঘর এলাকায় ২০ মে নিজ হাতে নৌকা তৈরি করতে দেখা গেছে কাঠ মিস্ত্রি আব্দুস সোবানকে। দীর্ঘদিন ধরে তিনি এ পেশার সঙ্গে যুক্ত। বর্ষা মৌসুম সামনে রেখে এখন নৌকা তৈরির ব্যস্ততা বেড়েছে বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে