শেরপুরের নালিতাবাড়ীতে পাচারকালে ১ হাজার ১৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে থানা পুলিশ। এ সময় দুই কারবারিকে আটক করা হয়। সোমবার (২০ মে) ভোররাতে নালিতাবাড়ীর কালাকুমা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকার নূর মোহাম্মদের ছেলে ওমর ফারুক (৩২) ও তারানী এলাকার রবি হোসেনে’র ছেলে আশরাফুল করিম রাসেল (৩০)।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপন সূত্রের খবরে সোমবার ভোররাতে কালাকুমা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত ভটভটিতে তল্লাশি করে ৩৮ বস্তায় মোট ১ হাজার ১৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয় । জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।