নীলফামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৫ এএম
নীলফামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৪ ডিসেম্বর সকালে দিবসটি পালন উপলক্ষে নীলফামারী সরকারি কলেজ বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান ও জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম। 

এরপর পর্যায়ক্রমে জেলা ক্রীড়া সংস্থা,উপজেলা পরিষদ,নীলফামারী সরকারি কলেজ,ছাত্রদল, নীলফামারী প্রেসক্লাব, সরকারি-আধাসরকারি, রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে নীলফামারী সরকারি কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জানতে পেরে পাকিস্তানি দালাল রাজাকার,আলবদর, আলশামসের সহযোগিতায় পাকবাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য কিভাবে নৃশংসভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে। সে বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় সিভিল সার্জন ডা.হাসিবুর রহমান, জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম,জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম,জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু মো. সোয়েম, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা,সাধারণ সম্পাদক নূর আলমসহ  আরও অনেকে উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে