যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৭:১৩ পিএম
যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদল নেতাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইল পোর্টালে সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে হাতিয়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় চরকিং ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আবদুল হালিম, হাতিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন রকি, ইউনিয়ন যুবদলের সিঃ সহ-সভাপতি মো. ফরহাদ উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন, ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন।

লিখিত বক্তব্যে চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল হালিম বলেন, গত ১৮ মে শফিকুল মাওলা নামে এক ব্যক্তি জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আমাদেরকে জড়িয়ে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। যার সাথে আমরা  জড়িত নই। একটি স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনীতি চরিতার্থ করার জন্য আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদল ও ছাত্রদলের সম্মান ক্ষুন্ন করার জন্য অন্যের প্ররোচনায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কয়েকটি অনলাইন পোর্টালে অপমানজনক ও মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রচার করে।  

  চরকিং ইউনিয়নের ৭ ওয়ার্ড চারবগুলা গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে  শফিকুলের সাথে একই গ্রামে তার প্রতিবেশী  ইব্রাহীমের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে কয়েক যুগ ধরে। এ নিয়ে বহুবার শালিশ বিচার ও ১/১১( ওয়ান এলেভেনের) সময়ও যৌথবাহিনী ইব্রাহীমকে দখল দিয়ে যায়। পরবর্তীতে ৫ আগষ্ট এর পরে একটা পক্ষের ইন্দনে ইব্রাহীমকে আবার দখলচ্যুত করার পঁয়তারা করছে। বস্তুত ইব্রাহীম তার দখলীয় জায়গায় ছেলের জন্য ঘর তৈরি করতে গেলে উভয় পক্ষের মধ্যে  আবার বিরোধ সৃষ্টি হয়। এখানে কোন ভাবেই যুবদল ছাত্রদলের নেতা কর্মীর জড়িত থাকার প্রশ্নই উঠে না। সোমবার হাতিয়া থানার এসআই অভিজিৎ বড়ুয়া সরোজমিনে তদন্ত করে আসেন।

তিনি দলীয়  ভাবমুর্তি ক্ষুন্ন করার অপরাধে অভিযোগকারী ও ইন্ধনদাতাদের বিচার দাবি করেন। সে সাথে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচার করে দলের ভাবমূর্তি নষ্ট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  

অভিযোগের বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শফিকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি টিম সরোজমিনে পাঠানো হয়। সেখানে শফিকের আবেদনের সত্যা পাওয়া যায় নি। ইব্রাহীম তার দখলীয় জমিতে ঘর তুলছে। অন্য কারো সম্পৃক্ততা নেই। এরপরও তার যদি কোন আপত্তি থাকে সে তা আদালতে দ্বারস্থ হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে