ময়মনসিংহের গফরগাঁওয়ে পারস্পারিক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যার নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় গফরগাঁও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার আ, ন, ম মাহফুজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।