দিঘলিয়ায় পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে নিরাপদ মাংস উৎপাদনে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
"আমিষেই শক্তি, আমিষেই মুক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে
মঙ্গলবার (২০ মে) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ হলরুমে দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা।
দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, দিঘলিয়া থানা ওসি তদন্ত মোঃ হেলালুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, দিঘলিয়া প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আল মামুন, মোঃ ইসরাইল হোসেনসহ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন ডাঃ মামুনুর রশীদ।
মতবিনিময় সভায় ঈদ উল আযহা উপলক্ষে গরু কুরবানীর প্রক্রিয়া সম্পর্কে সুস্থ ও সঠিক গরু জবাই ও বিভিন্ন পশুর হাটে জাল নোট শনাক্ত, সুস্থ গরু চিহ্নিত করা ও জবাই প্রক্রিয়া বিষয় আলোচনা করা হয়।