শেরপুরের গারো পাহাড়ে বুনোহাতির আক্রমণে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা ও বাকাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইগাতীর গান্ধিগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে অটোভ্যান চালক আজিজুল ইসলাম আকাশ (৪০) এবং বড় গজনী গ্রামের সোহান মারাকের ছেলে কৃষক এফিলিস মারাক (৪৫)।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গারো পাহাড় থেকে নেমে আসা প্রায় ২৫-৩০টি বুনোহাতির একটি দল কয়েকদিন ধরে সীমান্ত এলাকার ফসলি জমি, ফলের বাগান ও বসতঘরে তাণ্ডব চালিয়ে আসছিল। মঙ্গলবার রাত নয়টার দিকে বড় গজনী এলাকার একটি ধান ক্ষেতে হাতির দল হানা দিলে স্থানীয়রা মশাল জ্বালিয়ে তাড়ানোর চেষ্টা করেন। এ সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন আজিজুল ইসলাম আকাশ। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। এর প্রায় দেড় ঘণ্টা পর, রাত সাড়ে দশটার দিকে রাতের অন্ধকারে বাকাকুড়া এলাকা থেকে বাড়ি ফেরার পথে চার কৃষকের ওপর চড়াও হয় বুনোহাতির দল। তিনজন কোনোরকমে পালিয়ে বাঁচলেও এফিলিস মারাক হাতির আক্রমণে প্রাণ হারান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, নিহতদের পরিবারের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে নিয়মানুযায়ী তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।