ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মো-্তফা কামাল (৪৫) ও সবুজ মিয়া (৪০) নামে দু’জনের নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘাতক গাড়ী তিনটি আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২১ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হাজির বাজার নামক -’ানে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ময়মনসিংগামী একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনা-’লেই পিকআপের হেল্পার মো-‘ফা কামাল নিহত হয়। নিহতের মো-‘ফা কামাল মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজি গ্রামের শামছুল হকের ছেলে।
অপরদিকে একই সড়কে উপজেলার সিডষ্টোর নামক -’ানে পথচারী সবুজ মিয়কে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সে ছিটকে সড়কে পাশে পড়ে গিয়ে গুরতর আহত হয়। আহত সবুজকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সবুজ মিয়া ভালুকা উপজেলার বর্তা গ্রামের জবান আলীর ছেলে।
ভালুকার ডরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, লাশ দু’টি উদ্ধার করা রয়েছে। দুর্ঘটনা কবলিত তিনটি গাড়ী জব্ধ করা হয়েছে।