নীলফামারীর সৈয়দপুরে গোয়াল ঘরের কড়া কেটে এক কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। ২০ মে রাতে এ চুরির ঘটনা ঘটে বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিম বালাপাড়ায়।
জানা যায়, ওই এলাকার ভোলা নামে এক কৃষকের পাঁচটি গরু ছিল। তিনি গরুগুলো প্রতিদিনের ন্যায় ওইদিনও গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে। পরদিন সকালে দেখতে পায় তালা কাটা। ঘর ফাঁকা। গরু নেই একটিও। তবে বাড়ীর আঙ্গিনায় পিকআপের চাকার দাগ দেখা যায়।
ধারণা করা হয় রাতের কোন এক সময়ে চোরেরা পিকআপে করে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। গরুর মালিক জানান তার ওই গরুর বাজার মুল্য আনুমানিক পাঁচ লাখের বেশী হবে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফইম উদ্দিন বলেন, কোথায় গরু চুরি গেছে তা জানা নেই। তাছাড়া এ বিষয়ে কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।