অজ্ঞাত রোগে পাবনার সুজানগরের সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ৮ জন ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৩জন ছাত্রকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থ অন্যান্য ছাত্রদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার ক্লাস চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
বিদ্যালয়য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম অসুস্থ ছাত্রদের বরাত দিয়ে জানান, বুধবার সকাল ১১টার দিকে ক্লাস চলাকালীন সময় বাতাসে অসহনীয় এক দুর্গন্ধ শ্রেণিকক্ষে ভেসে আসে। এ সময় সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর ৮ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে দশম শ্রেণীর ছাত্র জয় (১৬) নবম শ্রেণীর ছাত্র ইয়াসিন (১৫) ও রিয়াদ হোসেনকে (১৫) সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থ অন্যান্য ছাত্রদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান উক্ত বিদ্যালয় পরিদর্শন করাসহ অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন। এ ঘটনার পরপর বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয় বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ময়েন উদ্দিন মোল্লা জানান। উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ অসীম খান বলেন এ রোগে আতঙ্কের কিছু নেই। সাধারণ চিকিৎসাসেবাতেই ভালো হয়ে যাবে বলে আশা করছি।