রায়গঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ২১ মে, ২০২৫, ০৪:৪২ পিএম
রায়গঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জে যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সলঙ্গা বাজারের সমাজ কল্যান সমিতি কমপ্লেক্সে এ কর্মসূচি পালিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুবিল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। লিখিত বক্তব্যে তিনি জানান, শুক্রবার (১৬ মে) বিকেল ৪ টায় দিকে নৈইপাড়া একটি ২০ বিঘা জমিতে অবৈধভাবে পুকুর খননকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন, যুবদলের আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান খোকন, সলঙ্গা থানা কৃষকদলের  সদস্য সচিব সোবাহানকে সাথে নিয়ে ৫/৬  জনের একটি দল নৈইপাড়া গ্রামে মাটি কাটা নিষেধ করতে যায়। এ সময় সলঙ্গা থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম হুদা, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবু সাইয়াদ, বিএনপির নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে মোমিন গংদের উপর মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মারপিট হামলা করে কয়েকটি মোটরসাইকেল ভাঙ্গচুর করে তাদেরকে আটক রাখে। পরে যুবদল-ছাত্রদল ও কৃষকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবু সাইয়াদ। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাই কমান্ড থেকে শুরু করে সকল ইউনিটের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দদের কে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই অপপ্রচারের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন, সাবেক সহ-সভাপতি এম দুলাল উদ্দিন আহমেদ, সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ইকবাল বাহার জালাল, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সলঙ্গা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আব্দুল মতিন সরকার সহ আরো অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে