নড়াইলের মাইজপাড়া কলেজের নবনির্বাচিত সভাপতির সভা

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ২১ মে, ২০২৫, ০৬:১৭ পিএম
নড়াইলের মাইজপাড়া কলেজের নবনির্বাচিত সভাপতির সভা

নড়াইল সদরের মাইজপাড়া ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। বুধবার (২১ মে) দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীরা নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। 

সভায় উপস্থিত ছিলেন-কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর বুমার বিশ্বাস, পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট বোরহান উদ্দিন জাকির, বিদ্যোৎসাহী সদস্য সিকদার জাহাঙ্গীর আলম, আহসান হাবীব, কুদরত-ই-আলমসহ অনেকে। এ সময় নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ শিক্ষার মান উন্নয়নে সবাইকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান। কলেজের নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

আপনার জেলার সংবাদ পড়তে