কালিয়াকৈরে ১০শ্রেণীর প্রান্তিক পেশাজীবীদের সঙ্গে সেমিনার

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২১ মে, ২০২৫, ০৭:৫৪ পিএম
কালিয়াকৈরে ১০শ্রেণীর প্রান্তিক পেশাজীবীদের সঙ্গে সেমিনার
গাজীপুরে ১০ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর মান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত  এফ,এন,এস কালিয়াকৈর প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে  বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)  অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (২১ মে) সকাল ১১ টায় কালিয়াকৈর উপজেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের গাজীপুর জেলার উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম। কালিয়াকৈর উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি  দিল আফরোজ, সমাজসেবা অধিদপ্তর ঢাকার সমাজসেবা অফিসার  মনির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি  ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান, এনজিও প্রতিনিধি মতিউর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ডা.মো.গোলাম সারোয়ার শাহীন, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও প্রান্তিক  জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।  সেমিনারে দেশের  ৫৭  জেলার ১৫০  উপজেলার অন্তর্গত কালিয়াকৈর উপজেলায় ১০ টি প্রান্তিক পেশাজীবী  জনগোষ্ঠীর জীবন মানে উন্নয়ন  ২য় প্রকল্পের আওতায় আদি পেশায় সর্বমোট ১৩১৯ জনকে মনোনীত করা হয়েছে। এসব প্রান্তিক  জনগোষ্ঠীর মধ্যে রয়েছে কামার,কুমার,নরসুন্দর, বাস ও বেত পণ্য  প্রস্তুতকারী, কাঁসা ও পিতল পণ্য প্রস্তুতকারী, লোকজ যন্ত্র ও লোক শিল্পী,নকশি কাঁথা প্রস্তুতকারী , জুতা মেরামত ও প্রস্তুতকারী, শীতলপাটি প্রস্তুতকারী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসকল প্রান্তিক পেশাজীবীদের অনলাইন সনাক্ত করণ জরিপ, সফট স্কিলস ও এপ্রেন্টিসশীপ প্রশিক্ষণ প্রদন,প্রশিক্ষনোত্তর নগদ অনুদান প্রদান ও  প্রান্তিক পেশাজীবীদের উৎপাদিত পণ্য  বাজারজাতকরণ ও প্রসারে শো-রুম স্থাপনের  কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে