সৈয়দপুরে ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টিস সমিতির মানববন্ধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০২:৩২ পিএম
সৈয়দপুরে ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টিস সমিতির মানববন্ধন

বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ডাকে সারা দেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২২ মে সৈয়দপুর শহরের প্রানকেন্দ্র ট্রাফিক পুলিশ বক্সের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন পালন করে ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সৈয়দপুর উপশাখার নের্তৃবৃন্দ। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সৈয়দপুর শাখার সভাপতি নজরুল ইসলাম মোস্তফা। বক্তব্য দেন, সমিতির নীলফামারী জেলা কমিটির সহসভাপতি এজাজ আহমেদ,সৈয়দপুর উপশাখা কমিটির সহসভাপতি নাজমুল ইসলাম, সদস্য আতাহার হোসেন বাদশা,ইয়াসিন আলি,আনোয়ার হোসেন,হাজী শাহিবুল ইসলাম লেবুসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন,আমরা ওষুধ ব্যবসায়িরা নানাভাবে হয়রানি হয়ে আসছি। ওষুধ কোম্পানিগুলো অনেকটা আমাদেরকে জিম্মি করে রেখেছে। তাই ৪ দফা দাবি আদায়ে আমরা মাঠে নেমেছি। দাবিসমুহ হল ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানিকে ফেরত নিতে হবে। অথবা ওই সকল ওষুধের বিনিময়ে অন্য ওষুধ প্রতিস্থাপন করতে হবে। ড্রাগ লাইসেন্স বিহীন ওষুধ ফার্মেসীতে কোম্পানী কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করতে হবে। সকল ওষুধের মুল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। নকল ও ভেজাল ওষুধ কোম্পানী বন্ধ করতে হবে। যদি দ্রুত সময়ে আমাদের দাবি মেনে নেয়া না হয়।তাহলে আগামীতে বড় ধরনের কর্মসূচি হাতে নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে