চুরি বন্ধ হয় না দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখায়। দিনে কর্মরত কতিপয় ব্যক্তি ও রাতে চোরচক্র। কারখানার সুউচ্চ প্রাচীর টপকে সরঞ্জাম চুরি করে নিয়ে আসার সময় শ্যামল সিংহ (৪০) নামে একজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। ২১ মে ওই ব্যক্তিকে আটক করে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়।
জানা যায় কারখানার উঁচু দেওয়াল টপকে প্রায় প্রতিদিনই রেলওয়ে কোচ থেকে লোহা ও যন্ত্রাংশ চুরি করতো কে বা কারা। হ্যাসকো ব্লেড দিয়ে কোচের আন্ডার ফ্রেম থেকে লোহা, ইস্পাত, পাইপ বিভিন্ন ফিটিংস চুরি যাচ্ছিল। এ অবস্থায় ওৎ পেতে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের হাতে শ্যামল সিংহ (৪০) নামে একজন ধরা পড়ে। তার হাত থেকে চুরি যাওয়া রেলের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আরএনবি সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী ও কারখানা শ্রমিকদের চোখ ফাঁকি দিয়ে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন শ্যামল সিংহ নামের ওই ব্যক্তি। তিনি কারখানা সংলগ্ন পাওয়ার হাউস এলাকার রাম সিংহ এর ছেলে। ধরা পড়ার পর জিজ্ঞাসবাদে তিনি অপকর্মের কথা স্বীকার করে এবং নিয়মিত এভাবে কারখানায় চুরি করে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর ইলিয়াস হোসেন জানান, চুরির দায়ে ওই শ্যামল সিংহকে আটক করে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারখানার গেট বাজার সংলগ্ন জাবেদ, প্রধান ফটক সংলগ্ন এরশাদ ও গোলাহাট কবরস্থান সংলগ্ন মকবুল, আফতাব নামের কয়েকটি লোহা চোরকে আটক করতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই তাদের আটক করা হবে বলে জানান তিনি।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ সত্যতা স্বীকার করে বলেন, রেলওয়ে কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামীতে কারখানার লোহা চোর আটক করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।