ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে ছাত্রদল।
পৌর ছাত্রদলের উদ্যোগে ২১ মে রাত আটটায় সার্কিট হাউস মোড়ের শহীদ হৃদয় তারুয়া চত্ত্বর থেকে মশালসহ বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোনালী ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা বিভিন্ন ম্লোগানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগও দাবি করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পৌর ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, সাম্যের ছুরিকাঘাতে মুত্যু এটি কোন দুর্ঘটনা ছিলনা, এটি পরিকল্পিত হত্যাকান্ড ছিলো। তাই জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।