পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেউজ)’’ অবহিত করণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক , অনিরুদ্ধ কুমার রায় এবং বিশেষ অতিথি হিসেবে সহকারী পরিচালক গোলাম ফারুক উপস্থিত ছিলেন।
তেঁতুলিয়া উপজেলা সমাজ সেবা অফিসার শাহ মোহা. আল আমিন এর সঞ্চালনায় সেমিনারে স্লাইট প্রেজেন্টেশন উপস্থাপন করেন শুভ্র প্রকাশ চক্রবর্তী, সমাজ সেবা অফিসার নবাবগঞ্জ, দিনাজপুর। সেমিনারে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রান্তিক পেশাজীবী, গনমাধ্যমকর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।