কালীগঞ্জ আইনশৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০৬:১৬ পিএম
কালীগঞ্জ আইনশৃঙ্খলা কমিটির সভা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভাতে মাদক প্রতিরোধ, শহরে যানজট নিরসন ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনা সহ বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়। 

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে পরিষদের কনফারেন্স রুমের সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার, বারবাজার হাইওয়ে থানার ওসি মহসিন আলী।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা ও পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে