বাগেরহাটের মোল্লাহাটে জাতীয়তাবাদী ছাত্রদল কেআর কলেজ শাখার আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস কর্তৃক বাংলাদেশের বুদ্ধিজীবী এবং জাতীয় মেধাবী সন্তানদের নৃশংস হত্যাকান্ডের স্মরণে কেআর কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, অত্র কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন ও সহকারী অধ্যাপক মনিরুজ্জামান শাহীন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব রিপন শেখ ফুরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা লিটন মোল্লা, আসাদুজ্জামান পলাশ, চৌধুরী রাজু আহমেদ, মামুন মোল্লা, কে আর কলেজের আহ্বায়ক ইরান মোল্লা, ছাত্রদল নেতা এস এম আরাফাত, নিতুন শেখ ও জুবায়ের শিকদার প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।