বাঘায় 'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সভা

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০২:১১ পিএম
বাঘায় 'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সভা
রাজশাহীর বাঘায় 'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০ টায় উপজেলার মডেল মসজিদ সন্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক গণমাধ্যম কর্মীর অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা, প্রশাসনিক কর্মকর্তা মনোজিৎ কুমার মজুমদার, সহকারী তথ্য অফিসার আব্দুল আলিম, তথ্য সহকারী রুহুল আমিন, কনক উজ জামান, ফটোগ্রাফার রফিদ আল তাহমিদ প্রমুখ। বাঘা উপজেলার জাতীয় ও স্থানীয় প্রত্রিকার ৩০ জন সাংবাদিক 'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। সভায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সাথে গুজববিরোধী নানা পদক্ষেপ নেবার পরামর্শ দেন এবং সবাইকে সচেতনার সাথে সাংবাদিকতার দায়িত্ব পালন করার আহ্বান জানান।