আজও নগর ভবন অবরুদ্ধ, দাবি ইশরাকের শপথ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০২:৫০ পিএম
আজও নগর ভবন অবরুদ্ধ, দাবি ইশরাকের শপথ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথের দাবিতে আজও রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অবরুদ্ধ করেছে ইশরাক সমর্থকরা। 

শনিবার সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকসহ ভবনের তালা খুলে দেয়নি ইশরাক সমর্থক আন্দোলনকারীরা। নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারী ইউনিয়ন। নগরীর সেবা প্রার্থীরা করপোরেশনে গিয়ে সেবা না পেয়ে ফেরত যাচ্ছেন। 

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু সমকালকে বলেন, আদালতের রায়ের আলোকে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে আজ কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। 

এদিকে আজও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনে এসে ফেরত গেছেন। অনেকই নগর ভবনের নিচতলায় জরুরি পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নেন। সেখানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকদের আন্দোলনের প্লাটফর্ম ঢাকাবাসীর সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে