‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও,সুস্থ,সুন্দর সমাজ গড়ো’ এই শ্লোগান নিয়ে পাবনার চাটমোহরে মাদক প্রতিরোধে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৪ মে) সকাল দশটায় উপজেলার বিলচলন ইউনিয়নের কুমাড়গাড়া গ্রামে বড়াল বিদ্যা নিকেতনের আয়োজনে স্কুল আঙিনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে ছিলো বড়াল থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় দেশের গান।
মাদক প্রতিরোধে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বড়াল বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম মিজানুর রহমান। শিক্ষক মোঃ আতিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন,থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,উপজেলা একাডেমিক সুপার ভাইজার গোলাম মোস্তফা,চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র অধক্ষ ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু। আরো বক্তব্য দেন,মোছাঃ আফরোজা খাতুন,শাহ সুলতানা,শিখা রাণী,সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুমন হোসেন,মোঃ রহমতুল্লাহ,সাদিকুল ইসলাম,সোহরাব হোসেন প্রমুখ।
মাদকদ্রব্য প্রতিরোধ এবং তার কুফল নিয়ে সুন্দর বক্তব্য উপস্থাপন করায় সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ রহমতুল্লাহকে একটি স্কুল ব্যাগ দিয়ে পুরস্কৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।