সাতকানিয়ায় দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : : | প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০৫:৩৮ পিএম
সাতকানিয়ায় দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

সাতকানিয়া উপজেলার দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। উপজেলার এঁওচিয়া ইউনিয়নের  ছনখোলা চূড়ামনি এলাকায় অবস্থিত ঐ.অ.ই ও গ.ই.ঋ নামক দুটি ব্রিক ফিল্ডে টিলা হতে মাটি কাটার বা সংগ্রহ করার অভিযোগের ভিত্তিতে ২৪ মে শনিবার মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ঐ.অ.ই ও গ.ই.ঋ ব্রিক ফিল্ডের ম্যানেজার রাবেত ইকবাল (৩৮) ও মানিক দেবনাথ (৩৬) কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ১০১৯) এর সংশ্লিষ্ট ধারায় ভাটা প্রতি এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। ভবিষ‌্যতে এহেন আইন বর্হিভূত কার্যক্রমে লিপ্ত না হওয়ার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্টের অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) জনাব ফারিস্তা করিম। এসময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন। অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে