নাটোরের সিংড়ায় নিখোঁজের চার ঘন্টা পর নদীর নতুন পানি থেকে নাহিদ হোসেন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিবারের অজান্তে পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে উপজেলার হিজলী গ্রামের সবুজ আলীর ছেলে ও হিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১ টায় শিশু নাহিদ হোসেন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল ৩ টায় বাড়ির পার্শ্বের আত্রাই নদীর শাখা হিজলী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। পুলিশ পাঠিয়ে খোঁজ নিবেন।