আশাশুনি উপজেলার খাজরায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে চেউটিয়া এজেএস দাখিল মাদ্রাসায় এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
খাজরা ও আনুলিয়া ইউনিয়নের যৌথ উদ্যোগে ফেডারেশনের উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা উপদেষ্টা ও জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তাজা, খাজরা ইউনিয়ন আমীর ও উপদেষ্টা মাওঃ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মাওঃ আব্দুল রশিদ, খাজরা ইউনিয়ন ফেডারেশন সভাপতি মোঃ জাকির হোসেন, আনুলিয়া ইউনিয়ন সভাপতি মাওঃ ইউসুফ প্রমুখ।