ইউনূস সরকারকে যারা নামাতে চান, তারা মানবতার শত্রু: ফয়জুল করীম

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০৭:৫৩ পিএম
ইউনূস সরকারকে যারা নামাতে চান, তারা মানবতার শত্রু: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শনিবার বিকেলে লক্ষ্ণীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় এক কর্মশালা শেষে সাংবাদিকদের বললেন, 

“ভারত কোনো অবস্থাতেই চায় না ইউনূস বাংলাদেশের গদিতে থাকুক। ভারত সরকার কোনোভাবেই তাকে মেনে নিতে পারছে না। ইউনূস সরকার ভারতের গোলামী থেকে আমাদের মুক্তি করার চেষ্টা করছেন। ভারতের গোলামী থেকে বের হওয়ার হাজারো চেষ্টা চালাচ্ছেন তিনি। এটি ভারত সহ্য করতে পারছে না। এ জন্য ‘র’ আমাদের দেশের কিছু মানুষের ওপর সওয়ার হয়ে ক্ষমতার প্রলোভন দেখিয়ে তারা ইউনূস সরকারকে পদত্যাগ করার জন্য বাধ্য করাতে চাচ্ছে। তবে এ দেশের জনগণ সচেতন। কোনো অবস্থাতেই ‘র’-এর ফাঁদে জনগণ পা দেবে না। ড. ইউনূস সরকারকে যারা নামাতে চান, তারা এ দেশের রাজনীতি করেন না, তারা দিল্লি ও ‘র’ এর রাজনীতি করেন। তারা দেশ, জনগণ ও মানবতার শত্রু।”

সেনাপ্রধানের বক্তব্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, “সেনাপ্রধানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না-করাই ভালো। সেনাপ্রধানের তার দায়িত্বই পালন করা উচিত। সেনাপ্রধানের দায়িত্ব হলো দেশকে রক্ষা করা। দেশের রাজনীতি করা তার দায়িত্ব নয়।”

এসময় করিডোর নিয়ে তিনি বলেন, “ভারতের কোনো প্রেসক্রিপশন আমাদের দেশের জনগণ বাস্তবায়ন করবে না। যদি মানবিক করিডোর ভারতের পক্ষে হয়, আমরা নেই। যদি দেশের পক্ষে হয়, আমরা আছি। আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করবো, ভারতের স্বার্থে কাজ করবো না।”

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে