খানসামায় ভূমি মেলা ২০২৫ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন

এফএনএস (সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৩:৩০ পিএম
খানসামায় ভূমি মেলা ২০২৫ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন

নিয়মিত ভূমি উন্নয়ন  কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি। এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আজ ২৫ মে রোজ রোববার সারা দেশের ন্যায় খানসামা ভুমি অফিসের আয়োজনে ,ভূমি  মন্ত্রনালয়,ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় খানসামা উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার ও সহকারী কমিশনার (ভূমি )অঃদা)এঁর নেতৃত্বে তিন দিন ব্যাপি ভূমি মেলা ২০২৫ উদ্বোধন  ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ভূমি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও ভূমি সেবা সহজে প্রাপ্তির বিষয় গুলো সভায় স্থান পেয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে