জামালপুরে দারুল আরকাম শিক্ষকরা দীর্ঘ দিন ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। বেতন প্রাপ্তির দাবিতে ২৫ মে(রবিবার) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছেন।জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাওলানা. নূরুল আমিন এবং সাধারণ সম্পাদক মাওলানা রকিবুল ইসলাম স্বাক্ষরিত স্মারক লিপিতে উল্লেখ করেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ২০২০ সাল থেকে বাংলাদেশে দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা নামে ১০১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে এমন প্রতিষ্ঠানের ৩০৩০ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিদের বেতন-ভাতাদি বন্ধ আছে। ২০২০ সালে মাদ্রাসা প্রতিষ্ঠাকালিন নিয়োগ প্রাপ্তদের পুরো এক বছরের বেতন-ভাতাদিও পরিশোধ করা হয়নি। এমতাবস্থায় বেতন-ভাতা না পেয়ে শিক্ষক-কর্মচারিরা মানবেতর জীবন যাপন করছেন।