নাঙ্গলকোটে ভূমি মেলার স্টলে করা যাবে ই-নামজারী আবেদন, পাওনা যাবে মৌজার খতিয়ান, গণ শুনানী, ভূমি উন্নয়ন কর প্রদানসহ সকল সুযোগ সুবিধা। রোববার সকালে আনুষ্ঠানিক ভাবে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে ভূমি মেলা উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমার সভাপতিত্বে উপজেলা ভূমি সহকারী সাইফুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া আহম্মেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উত্তম কুমার, যুব উন্নয়ন অফিসার জসিম উদ্দিন মজুমদার। ৩দিনব্যাপি ভূমি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া সোমবার শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ এবং শ্রেষ্ঠ ভূমি কর দাতাকে পুরষ্কার প্রদান করা হবে।