নৌবাহিনীতে যোগ দিলেন ৪৬৩ নবীন নাবিক

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৬:০২ পিএম
নৌবাহিনীতে যোগ দিলেন ৪৬৩ নবীন নাবিক

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলছেন, “কোন ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে বিলিয়ে দিতে হবে জীবন। "আমরা কেউ ব্যক্তি স্বার্থে এ বাহিনীতে আসিনি, এসেছি দেশের প্রয়োজনে। তোমাদের শপথ হচ্ছে- প্রয়োজনে নিজের জীবনকেও দিতে হবে মাতৃভূমির জন্য।"

সকালে বাদ্যের তালে তালে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা ঘাঁটিতে শুরু হওয়া বাংলাদেশ নৌবাহিনীর ২০২৫ সালের প্রথম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ৪৬৩ জন নবীন নাবিকের দৃপ্ত পদচারণায় মুখর হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ড।

২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে পতাকা হাতে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নেয় এই নবীন সৈনিকরা। অনুষ্ঠানে নাবিকদের উদ্দেশে প্রধান অতিথি তুলে ধরেন মুক্তিযুদ্ধের বীরত্বগাথা, স্মরণ করেন জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ।

অনুষ্ঠানে  মো. গালিব আল মাহাদী অর্ণব কে নৌপ্রধান পদক’ মো. হাসিব হোসেনকে কমখুল পদক এবং মো. নাঈম গাজীকে ‘শের-ই-বাংলা পদক’ প্রদান করা হয়েছে। "নিজে সন্তান ও কারও ভাই কারও বোন দেশের নাবিক হওয়া পরিবারের জন্য গর্বের মুহূর্ত অ্যাখা দিয়েছেন পরিবারের সদস্যরা। এই নবীন নাবিকরা এখন কেবল একটি বাহিনীর সদস্য নন, তারা সমুদ্রসীমা রক্ষার দায়িত্বে নিয়োজিত একেকজন সাহসী সৈনিক।

আপনার জেলার সংবাদ পড়তে