বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৬:১০ পিএম
বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ  উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাফি  (৬) শিশু  শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার  ( ২৫ মে) দুপুর দুইটার দিকে   উপজেলার ধানুয়া কামালপুর মৃধাপাড়ার তালতলা  এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি  উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের  সাতানীপাড়া বালিঝুড়ি   গ্রামের আবু হুরাইয়ার ছেলে    সে  স্থানীয় এক স্কুলের শিশু  শ্রেণির ছাত্র। সে  বাড়ির পাশেই রাস্তা পার হয়ে এক দোকানে যায়। দোকান থেকে খাবার কিনে বাড়ি ফেরার সময় রাস্তা পারাপারের  মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জনকন্ঠকে জানান এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে