‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় তিন দিন ব্যাপী ভুমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্বদেন তিনি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি অতি:দায়ীত্ব) অপ্রতিম কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন ইউএনও আল-আমিন বলেন ‘ভূমি মালিকগণকে দ্রুত সেবা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। তাছাড়া ঘরে বসে যাতে সেবা পেতে পারে তার জন্য সকল অন-লাইনের মাধ্যমে ডিজিটাল সেবা নিতে পারবেন।থ ভূমি মেলায় আসা ভূমি মালিকগণকে দ্রুততার সহিত বিভিন্ন সেবা প্রদান করা হয়। ভিপি জমির ডিসিআর পেয়ে আটারই গ্রামের লিয়াকত আলী সরদার জানান, তিনি কোন ধরণের ভোগান্তি ছাড়াই ৪৭ শতাংক জমির ডিসিআর পেয়েছেন। এরআগে ৬ মাসের বেশি সময়কাল ধরে ঘুরতে হতো ওই ডিসিআর নবায়ন করতে। এসময়ে উপস্থিত ছিলেন,উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ জাকির হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম ও মোঃ ইকবাল হোসেন, মোঃ কামাল হোসেন, শেখ আজমত আলী, উপ-সহকারি কর্মকর্তা বোরহান উদ্দিন, রাজিব হোসেন,সুলতানা তামিমা, মোঃ আশরাফুজ্জামান, কামনাশীষ হীরা, রহিমা খাতুন ও মোঃ কামরুল ইসলাম।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, প্রধান সহকারী কার্তিক চন্দ্র হালদার প্রমুখ।আগামী ২৭ মে পর্যন্ত এ মেলা চলবে। যেখানে ভূমি সংক্রান্ত সব ধরণের তথ্য ও সেবা পাওয়া যাবে।