‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে লক্ষ্ণীপুরের রামগতিতে রোববার থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে গ্রহিতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করে। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগীতায় এই মেলার আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সামিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজগর হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক রামগতি শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন, রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রায়হান, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি লক্ষ্ণীপুর জেলা সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সেবা প্রত্যাশী আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন বড়খেরী ভূমি সহকারী কর্মকর্তা মোবারক হোসেন, চর বাদাম ভূমি সহকারী কর্মকর্তা আলী হোসেন সিরাজী, পৌর ভূমি সহকারী কর্মকর্তা দিদার হোসাইন, সার্ভেয়ার আবদুল কাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, ২৫-২৭ মে পর্যন্ত তিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। এসময় উপজেলা ও পৌর শহরের সকল নাগরিকবৃন্দ তাদের ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানসহ ভূমি কর, মিউটেশন, নামজারি ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন। এসময় সেবা প্রত্যাশীদের ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হবে। এতে ভূমি অফিসের সাথে জনগণের দূরত্ব দূর হবে এবং সেবা প্রত্যাশীরা সহজে কোন ধরনের হয়রানি ছাড়াই তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন। সেবা প্রত্যাশীদের দালাল চক্রের দ্বারা প্রতারিত না হয়ে সরাসরি ভূমি অফিসে এসে যোগাযোগ করার পরামর্শও দেন ।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবি এম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীসহ সংশিষ্টরা।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর পর বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভুমি অফিস মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) ঝন্টু বিকাশ চাকমা, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যকে সামনে রেখে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সামিউল ইসলাম, পলী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগর হোসেন, পলী ব্যাংক ম্যানেজার মহি উদ্দিন, উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রায়হান,
বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক লক্ষ্ণীপুর ওমর ফারুক, এবং সেবা প্রত্যাশী আবু তাহের।
অন্যান্যদের উপস্থিত ছিলেন বড়খেরী ভুমি সহকারী কর্মকর্তা মোবারক হোসেন, চর বাদাম ভুমি সহকারী কর্মকর্তা আলী হোসেন সিরাজী, পৌর ভুমি সহকারী কর্মকর্তা দিদার হোসাইন, সার্ভেয়ার আবদুল কাদের,
সভাপতি ঝন্টু বিকাশ চাকমা বলেন ২৫-২৭ মে দেশ ব্যাপী তিন দিনের সেবা দিবস শুরু হয়েছে। এসময়ে সেবা প্রত্যাশীদের ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হবে। এছাড়াও নিয়মিত ভাবে অন্যান্য ভুমি সেবা চলমান থাকবে। নিয়মিত খাজনা পরিশোধ ও ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নাম জারি করার পরামর্শ দেন এসময় তিনি সেবা প্রত্যাশীদের দালাল চক্রের দ্বারা প্রতারিত না হয়ে সরাসরি অফিসে এসে যোগাযোগ করার পরামর্শ ও দেন ।