জোয়ারের তোড়ে মারা যাওয়া গরুর মালিক'রা পেলেন সহায়তা

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৮:০৬ পিএম
জোয়ারের তোড়ে মারা যাওয়া গরুর মালিক'রা পেলেন সহায়তা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম সংলগ্ন খাল পার হতে গিয়ে জোয়ারে পানির তীব্র স্রোত আর কচুরিপানার চাপে ভেসে ও ডুবে মারা যাওয়া ২৯টি গরুর মালিককে নগদ অর্থ সহায়তা করলেন জেলা পরিষদ ও উপজেলা  প্রশাসন। 

রবিবার(২৫মে)বিকাল ৪ঘটিকায় উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর ভাটি বলাকী স:প্রা:বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুদান প্রদান করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত,উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিও নাজমা আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো:মামুন শরীফ,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড.রিগ্যান মোল্লা,উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন,উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইদ মল্লিক প্রমুখ।

জানা যায়, জেলা পরিষদের পক্ষ থেকে মারা যাওয়া গরু প্রতি ত্রিশ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রিশ কেজি করে চাউল অনুদান হিসেবে প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন,আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি দেখেছি,এ নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে আমরা প্রাণি সম্পদ কর্মকর্তার মাধ্যমে চেষ্টা করছি আরও কিছু অনুদান যাতে পেতে পারে। 

উল্লেখ গত শুক্রবার বেলা তিন ঘটিকায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম সংলগ্ন খাল পার হওয়ার সময় স্রোতের তোরে পরে ১'শ গরু ভেসে যাওয়ার খবর পাওয়া যায়।পরে অর্ধশত গরু জীবিত ও ২৯ টি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে