ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় পাবনার সুজানগরেও রোববার তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ঐদিন সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস চত্বরে আয়োজিত ঐ মেলাস্থলে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ফিতা কেটে মেলার উদ্বোধন করাসহ এ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে প্রায় অর্ধশত জনসাধারণ ভূমি সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে সেবা গ্রহণ করেন।