জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় “চব্বিশের গণ অভ্যূথান কাজী নজরুলের উত্তরাধিকার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ অনুষ্ঠান হয়। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলার সৈয়দগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরা আজম ইতির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূইয়া, পল্লী বিদ্যুৎ সমিতির পাকুন্দিয়া জোনাল অফিসের ডিজিএম নিতাই দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা খাতুন প্রমুখ। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের উদ্যোগে অভিনয়, সংগীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।