কুষ্টিয়ার দৌলতপুরে হতদরিদ্র ১৬জন কৃষকের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে রোবববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের মৎস্য অফিসের সামনে কৃষকদের হাতে এসব গরু তুলে দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ (স্বপন), উপজেলা প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম (পুলক), সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), আহমেদ রাজু, আহাদ আলী (নয়ন), সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গরুর বাছুর পেয়ে খুশি উপজেলা নদীপাড়ের হত দরিদ্র এসব মৎস্যচাষিরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন বলেন, ইলিশ মাছ প্রজননের সময় নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় ওই সময় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের এ উদ্যোগ। উপজেলার হতদরিদ্র ১৬জন জেলেদের সনাক্ত করে তাদের প্রতিজনকে একটি করে মোট ১৬ টি বকনা গরুর বাছুর দেয়া হয়।